সোমবার, জানুয়ারী ২৮, ২০১৩

কিছু রং

মাঝে মাঝে ছোটবেলার কথা খুব মনে পড়ে। দুষ্টু ছিলাম অনেক। বাবা মার কাছে কত যে বকা আর মার খেয়েছি, তার হিসাব নেই। কত রকমের দুষ্টামি যে করতাম তার ও হিসাব নেই। কি রঙিন ছিল দিনগুলো!

আস্তে আস্তে সবকিছু কেমন ফ্যাকাসে হয়ে আসছে। হাজার হাজার রং সাদা, কালো আর ধুসর - এই তিনটা রং এ এসে ঠেকেছে।

কিছু রং লাগবে এই কান্ভাসে; কিছু এলোমেলো রং, কিছু রঙিন রং, কিছু প্রাণের রং।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন