মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

অনেক দিন পর

অনেক দিন পর এই ব্লগ টা দেখেই লিখতে ইচ্ছা হলো। কত দিন পর লিখছি। অনেক অনেক মিস করছিলাম লেখাটা । লেখার একটা জায়গা। যখন ই মন খারাপ থাকবে, যখন মন ভালো থাকবে, একটা সাদা পৃষ্ঠায় গুটি গুটি করে কিছু কথা।

কয়েকদিন মনটা খুব খারাপ যাচ্ছে। মনটাই ভালো হয়ে গেল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন