আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদ থেকে আকাশ দেখি। বিশাল বড় বিস্তৃত আকাশ। কত দুরের আকাশ। উচু বিল্ডিং এর ছাদ থেকে আকাশটাকে কিছুটা কাছে মনে হয়। আরেকটু উচুতে উঠলেই হয়ত আকাশের কাছাকাছি যাওয়া যাবে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে তাকাই। সব কিছু কত ছোট ছোট, কত দুরে। নিজেকে অনেক উপরে মনে হয়। মাটি থেকে অনেক উপরে। নিচের ছোট ছোট মানুষ, গাড়ি-ঘোড়া, ধুলো-বালি থেকে অনেক উপরে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদে দাড়াই। আমার লাফ দিতে ইচ্ছা করে। আকাশের কাছাকাছি থেকে একেবারে মাটির কাছে। অনেক বড় আকাশের কাছ থেকে ছোট ছোট মানুষের দেশে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে তাকাই। সব কিছু কত ছোট ছোট, কত দুরে। নিজেকে অনেক উপরে মনে হয়। মাটি থেকে অনেক উপরে। নিচের ছোট ছোট মানুষ, গাড়ি-ঘোড়া, ধুলো-বালি থেকে অনেক উপরে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদে দাড়াই। আমার লাফ দিতে ইচ্ছা করে। আকাশের কাছাকাছি থেকে একেবারে মাটির কাছে। অনেক বড় আকাশের কাছ থেকে ছোট ছোট মানুষের দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন