শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৫, ২০১৩
সোমবার, জানুয়ারী ২৮, ২০১৩
কিছু রং
মাঝে মাঝে ছোটবেলার কথা খুব মনে পড়ে। দুষ্টু ছিলাম অনেক। বাবা মার কাছে কত যে বকা আর মার খেয়েছি, তার হিসাব নেই। কত রকমের দুষ্টামি যে করতাম তার ও হিসাব নেই। কি রঙিন ছিল দিনগুলো!
আস্তে আস্তে সবকিছু কেমন ফ্যাকাসে হয়ে আসছে। হাজার হাজার রং সাদা, কালো আর ধুসর - এই তিনটা রং এ এসে ঠেকেছে।
কিছু রং লাগবে এই কান্ভাসে; কিছু এলোমেলো রং, কিছু রঙিন রং, কিছু প্রাণের রং।
আস্তে আস্তে সবকিছু কেমন ফ্যাকাসে হয়ে আসছে। হাজার হাজার রং সাদা, কালো আর ধুসর - এই তিনটা রং এ এসে ঠেকেছে।
কিছু রং লাগবে এই কান্ভাসে; কিছু এলোমেলো রং, কিছু রঙিন রং, কিছু প্রাণের রং।
রবিবার, জানুয়ারী ২৭, ২০১৩
ছোট ছোট মানুষের দেশে
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদ থেকে আকাশ দেখি। বিশাল বড় বিস্তৃত আকাশ। কত দুরের আকাশ। উচু বিল্ডিং এর ছাদ থেকে আকাশটাকে কিছুটা কাছে মনে হয়। আরেকটু উচুতে উঠলেই হয়ত আকাশের কাছাকাছি যাওয়া যাবে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে তাকাই। সব কিছু কত ছোট ছোট, কত দুরে। নিজেকে অনেক উপরে মনে হয়। মাটি থেকে অনেক উপরে। নিচের ছোট ছোট মানুষ, গাড়ি-ঘোড়া, ধুলো-বালি থেকে অনেক উপরে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদে দাড়াই। আমার লাফ দিতে ইচ্ছা করে। আকাশের কাছাকাছি থেকে একেবারে মাটির কাছে। অনেক বড় আকাশের কাছ থেকে ছোট ছোট মানুষের দেশে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে তাকাই। সব কিছু কত ছোট ছোট, কত দুরে। নিজেকে অনেক উপরে মনে হয়। মাটি থেকে অনেক উপরে। নিচের ছোট ছোট মানুষ, গাড়ি-ঘোড়া, ধুলো-বালি থেকে অনেক উপরে।
আমি মাঝে মাঝে অনেক উচু বিল্ডিং এর ছাদে দাড়াই। আমার লাফ দিতে ইচ্ছা করে। আকাশের কাছাকাছি থেকে একেবারে মাটির কাছে। অনেক বড় আকাশের কাছ থেকে ছোট ছোট মানুষের দেশে।
শনিবার, জানুয়ারী ২৬, ২০১৩
স্বপ্ন তৈরি করি
তুমি যখন ক্লান্ত ভীষণ ঘুমাও ছোট্ট পরী,
আমি তখন অনেক ব্যস্ত -
তোমার জন্য স্বপ্ন তৈরি করি।
আমি তখন অনেক ব্যস্ত -
তোমার জন্য স্বপ্ন তৈরি করি।
মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩
অনেক দিন পর
অনেক দিন পর এই ব্লগ টা দেখেই লিখতে ইচ্ছা হলো। কত দিন পর লিখছি। অনেক অনেক মিস করছিলাম লেখাটা । লেখার একটা জায়গা। যখন ই মন খারাপ থাকবে, যখন মন ভালো থাকবে, একটা সাদা পৃষ্ঠায় গুটি গুটি করে কিছু কথা।
কয়েকদিন মনটা খুব খারাপ যাচ্ছে। মনটাই ভালো হয়ে গেল।
কয়েকদিন মনটা খুব খারাপ যাচ্ছে। মনটাই ভালো হয়ে গেল।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)